বান্দরবানে পুলিশের মাঝে সুরক্ষাসামগ্রী প্রদান

11

বান্দরবানের বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন বিএনকেএস এর বাস্তবায়নে উন্নয়ন সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় কোভিড-১৯ জরুরী সাড়াদান প্রকল্পের করোনা ভাইরাস সংক্রমক প্রতিরোধে জেলা মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য জেলা পুলিশ সুপার জেরিন আখতার এর হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে সোমবার সকালে বিএনকেএস এর প্রতিনিধি প্রজেক্ট কো-অর্ডিনেটর উবানু মারমা ও ওর্য়াল্ড ভিশন বান্দরবান জেলা এপিসি প্রোগ্রাম অফিসার যোসেফ ত্রিপুরা মাধ্যমে বিএনকেএস ও ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার জেরিন আখতার এর হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ৩ হাজার মাক্স, ৪ শত হ্যান্ড গøাভস ও ৪০টি হ্যান্ড স্যানিটাইজার ও বান্দরবান সদর থানার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরীর হাতে ৩ হাজার মাক্স, ৪ শত হ্যান্ড গ্লাভস ও ৩০টি হ্যান্ড স্যানিটাইজার সহায়তা প্রদান করা হয়।এসময় জেলা পুলিশ সুপার কার্যালয়ে উর্ধতন কর্মকর্তা ও বিএনকেএস প্রজেক্ট অফিসারসহ অন্যান্য কর্মকতারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। এদিকে বিএনকেএস এর নির্বাহী পরিচালক হ্লা সিং নু জানান, করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর অনেক পরিবার খাদ্য ঘাটতিতে পড়েছিল। যা উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তা বিএনকেএস অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা জন্য চলমান পরিবেশেও পাশে থাকতে পেরেছে বলে অনুভূতি প্রকাশ করে। তিনি এর জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদসহ সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ভবিষ্যতে মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।