বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্য সংগ্রহ অভিযান শুরু

28

বান্দরবানে সদর উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গত সোমবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে ৯নং ওয়ার্র্ডে মোসাফির পার্ক মিলনায়তন হল প্রাঙ্গণে এক সদস্য সংগ্রহ অভিযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদস্য ফরম উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলার সভাপতি কাজী মো. মজিবর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সম্মনিত ক্যাপ্টেন তারুমিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. নাছিরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক, মো. শাহজালাল জালাল মো. গোলাম সরওয়ার ফারুক, মো. আইয়ুব, মো. আবদুল হক, মো. এরশাদ চৌধুরী, মো. মিজানুর রহমান প্রমুখ। এদিকে অনুষ্ঠানে অতিথিরা বলেন, পার্বত্য নাগরিক পরিষদ পার্বত্য অঞ্চলে সকল নিরীহ মানুষের পাশে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে এবং দেশের মানুষের সেবায় সদস্য সংগ্রহ করে তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে দেশ ও সমাজের সেবাই একত্রিত হয়ে কাজ করে পার্বত্য অঞ্চলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর এজন্য পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সকল নেতা ও সদস্যবৃন্দ দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।