বান্দরবানে পর্যটকবাহী গাড়ি মালিকানা ও চালকের লাইসেন্স যাচাইয়ে নির্দেশ

10

বান্দরবানে পর্যটকবাহী গাড়িসমূহের মালিকানা ও চালকের লাইসেন্স যাচাইয়ের নিমিত্তে বিচারক বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেছেন। গত বুধবার বান্দরবান জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক মুজাহিদুর রহমান ন্ব-প্রণোদিত হয়ে এই নির্দেশ প্রদান করেন। বান্দরবান জেলা শহরের হিলবার্ড মোড়সহ অন্যান্য স্থান থেকে বেশ কিছু যাত্রীবাহী চার চাকার ডোর গাড়ি, সিএনজি, চাঁদের গাড়ি, মাহিন্দ্র ও অন্যান্য যানবাহনসমূহ বিভিন্ন দর্শনীয় স্থান ও দুর্গম এলাকায় প্রচন্ড ঝুঁকি নিয়ে যাত্রী আনা নেওয়া করে। এই আদালতের অবগতিতে এসেছে যে, পূর্বোক্ত যানবাহনসমূহের চালকদের অধিকাংশ ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স নেই। অনেকসময় পর্যাপ্ত প্রশিক্ষণ ব্যতিরেকে হেল্পাররা চালক হিসাবে যাত্রীদের পরিবহনসেবা দিয়ে থাকেন যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই আদালতের আরো গোচরীভূত হয়েছে যে, পূর্বোক্ত যানবাহনসমূহের অধিকাংশের ফিটনেস নেই। বর্ষা মৌসুম শুরু হলে উক্ত যানবাহনসমূহে চলাচল করা যাত্রীদের জীবনকে হুমকিতে ফেলে দিবে যা দুঃখজনক এবং অতীতে বেশকিছু ভয়াবহ দুর্ঘটনায় অনেক প্রাণহানী এই পার্বত্যবাসী প্রত্যক্ষ করেছে।
এদিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত বেঞ্চ সহকারী মো. রিয়াজুল ইসলাম জানান, বিপুল সংখ্যক পর্যটক এবং স্থানীয় জনগণের জীবন রক্ষার্থে এই আদালত টি কোড অফ ক্রিমিনাল প্রসিজার, ১৮৯৮ এর ২৫ এবং ১৯০(১)(ঈ) ধারার প্রদত্ত ক্ষমতা বলে মোটরযান আইন লঙ্ঘনের অপরাধসমূহ আমলে গ্রহণ করা সমীচিন ও প্রয়োজনীয় মনে করে মোটরযান আইন, ১৯৮৮ এর ১৫২ ও ১৫৫ ধারার পুনঃ পুনঃ লঙ্ঘনের অপরাধ আমলে নিয়ে মিস কেইস মামলা নং-০২/২০২০ রুজু করত: গাড়িগুলোর সংখ্যা, মালিকানা, রেজিস্ট্রেশন নং, ইঞ্জিন নং, চেসিস নং, ফিটনেস সার্টিফিকেট, বীমা সার্টিফিকেট, রোড পারমিট এবং চালকদের নাম ঠিকানা ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিস্তারিত তদন্ত প্রতিবেদন আগামী ২৫ মার্চের মধ্যে দাখিল করার জন্য অফিসার ইনচার্জ, বান্দরবান সদর থানাকে নির্দেশ প্রদান করা হয়েছে। এই আদেশের কপি পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা এবং সহকারী পরিচালক, বিআরটিএ, বান্দরবান পার্বত্য জেলা বরাবর প্রেরণ করা হয়েছে।