বান্দরবানে নির্মাণাধীন টানেল পরিদর্শনে পার্বত্যমন্ত্রী

133

বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার, এ সরকারের আমলেই পার্বত্য এলাকার ব্যাপক উন্নয়ন কার্যক্রম তরান্বিত হচ্ছে এমনটাই জানালেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিকেলে বান্দরবান সদরের বাসস্টেশন এলাকায় নির্মাণাধীন বান্দরবানের টানেল পরিদর্শনকালে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, বান্দরবানের সৌন্দর্র্য্য বৃদ্ধি করে সড়ক নির্মাণ হচ্ছে এবং তার পাশাপাশি বাসস্টেশন পয়েন্টে একটি গুরুত্বপূর্ণ সড়কে এই টানেল নির্মাণ হচ্ছে যা নির্মাণ হলে এলাকার সৌন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি জনদুর্ভোগ অনেকটাই কমে যাবে এবং পর্যটন শহর বান্দরবানের শ্রীবৃদ্ধি পাবে।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান খোকন, শেখর দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, উপ-সহকারি প্রকৌশলী মো. এরশাদ মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন সরকারী বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ। এদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বান্দরবান শহরের প্রবেশের মুখ থেকে পৌর বাস টার্মিনাল এলাকায় যাতায়াতের সুবিধার্থে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর বাস্তবায়নে ৩ বছর মেয়াদে ৪ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে ৩০০ ফুট লম্বা এই টানেলের কাজ চলমান রয়েছে এবং কাজের প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম ট্রেডাস এই কাজটি বাস্তবায়ন করছে এবং ২০২০ সালের জুন মাসের মধ্যে কাজটি সমাপ্ত হওয়ার কথা রয়েছে।