বান্দরবানে নববর্ষের প্রস্তুতি সভা

12

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ এপ্রিল সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ ফরাজি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যার একে এম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুর রহমান প্রমুখ। এদিকে বান্দরবানে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল সম্প্রদায় ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। প্রসঙ্গত, বাংলা নববর্ষকে বরণে বান্দরবানে বিভিন্ন স¤প্রদায়ের তরুণ-তরুণীরা নিজস্ব ঐতিহ্যের পোশাকে নেচে-গেয়ে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেয়। তাদের বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর-মূর্ছনা ও সংস্কৃতিক ভাবধারা প্রদর্শনের মাধ্যমে নিজস্ব ঐতিহ্যকে তুলে ধরে। এসময় সবার নজর কাড়ে ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ম্রো নৃত্য এবং ত্রিপুরাদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। মারমা, চাকমা, বম, লুসাই, চাক ও খুমীসহ ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ এ শোভাযাত্রায় অংশ নেয়। পরে রাজার মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং পাহাড়ী বাঙ্গালির মিলন মেলায় পরিণত হয়। উৎসব দেখতে বিপুল সংখ্যক পর্যটক ভিড় জমিয়েছে বান্দরবানে।