বান্দরবানে জাতীয় ভোটার দিবস পালিত

26

“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষে হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান, জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও শিক্ষকবৃন্দরা। সভায় বক্তারা বলেন, কোন ভাবেই যেন রোহিঙ্গারা বাংলাদেশের ভোটার হতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের সকলকে।
সভায় বক্তারা সঠিক সময়ে সকলকে ভোটার হতে আহবান জানান এবং জরুরী কাজে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের জন্য আহবান জানান।