বান্দরবানে কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে মতবিনিময়

24

বান্দরবান প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম কুষ্ঠ নিয়ন্ত্রণ ও পূনর্বাসন প্রকল্প দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের বান্দরবান শাখা অফিসের আয়োজনে কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌজা হেডম্যানদের (মৌজা প্রধান) নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উজানী পাড়া স্থানীয় এনজিও গ্রাউসের কনফারেন্স রুমে সচেতনতামূলক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মৌজার হেডম্যানরা উপস্থিত ছিলেন। এসময় কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণে মৌজা হেডম্যানদের মাধ্যমে পাড়া বা গ্রামের কার্বারী ও জনগণকে সচেতনতার উদ্দেশ্যে হেডম্যানরা কি ভূমিকা রাখতে পারে বলে মনে করেন উপস্থিত বক্তারা। উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ির ২৬৭নং মন্ডুং মৌজার হেডম্যান নুরুল হক, কুহালং ইউনিয়নের ৩১৮নং মৌজা হেডম্যান প্রæমংউ মার্মা, লামা উপজেলার ২৯৭নং পোপা মৌজার হেডম্যান মোহন ম্রো, ৩০২নং লুলাইং মৌজা হেডম্যান সিংপাশ চৌধুরী, সদর উজেলার ৩৪৭নং মুরুক্ষ্য মৌজা হেডম্যান মংপু মার্মা, প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (প্রকস) নির্বাহী পরিচালক জর্জ ত্রিপুরা সহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের বান্দরবান জেলা অফিসের কর্মকর্তা পায়েল বম। এ সময় বক্তারা আরো বলেন, কুষ্ট রোগীকে মানুষ গোপন রাখার চেষ্টা করে। মানুষের মধ্যে রোগের কারণ, বিস্তার, সংক্রমণ, আরোগ্য লাভ সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে এ রোগ সম্পর্কে প্রচুর ভ্রান্ত ধারণা ও কুসংস্কার সমাজে প্রচলিত আছে।