বান্দরবানে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া শুরু

79

বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সকালে স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অধ্যক্ষ মো.আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ সচিব) ড. মো. গোফরান ফারুকী। এসময় অন্যান্যদের মধ্যে সিনিয়র শিক্ষক আব্দুর রহীম, আব্দুল হকসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সপ্তাহ ব্যাপী এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা একশ মিটার দৌড়, দুইশ মিটার দৌড়,চকলেট দৌড়, ভারসাম্য দৌড়, বস্তা দৌড়, দীর্ঘলাফ, মোরগ লড়াই, হাড়ি ভাঙ্গা, পাখি উড়া, যেমন খুশি তেমন সাজ, মিউজিক্যাল চেয়ার, টিপ পরানো, ধীর গতির সাইকেল, বেলুন ফুটানো, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ ৫৪টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা আগামী ৩১ জানুয়ারি পর্র্র্যন্ত চলবে।