বান্দরবানে একটি বাড়ি একটি খামার উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ

77

বান্দরবানে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সদর উপজেলা পরিষদের হল রুমে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম।একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী দেবব্রত বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বিআরডিবি বান্দরবানের উপ-পরিচালক সুইক্রাচিং মার্মা প্রমুখ। এদিকে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকার কৃষি ক্ষেত্রে আমুল পরিবর্তন এনেছে। সরকার কৃষকদের মাঝে কৃষি ঋণ সহ সার, বীজ, কৃটনাশক, কৃষি সামগ্রী বিতরণ করে যাচ্ছে।তিনি আরো বলেন, তাই আমাদের দেশের কৃষকরা বিভিন্ন সবজি উৎপাদন করে স্থানীয় সবজির চাহিদা মিটিয়ে এখন দেশের বিভিন্ন জায়গায় সবজি রপ্তানী করে টাকা উর্পাজন করছে। এসময় প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে সবজি চাষ, গবাদি পশু পালন, ব্যবসা, কৃষি কাজের জন্য সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন, সুয়ালক ইউনিয়ন ও সদর ইউনিয়নের ক্ষুদ্র উদ্যোত্তা ঋণ ৫০ হাজার টাকা করে ১০ জন সদস্যকে, একটি বাড়ি একটি খামার প্রকল্প ১০ হাজার টাকা করে ৪৫ জনকে ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে ৩০ হাজার টাকা করে ১৩ জনকে মোট ৬৮ জন নারী পুরুষ উপকারভোগীদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়।