বান্দরবানে ইরি-এগ্রো প্রকল্পের নমুনা শস্য কর্তন

15

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান সদরে ইরি-এগ্রো প্রকল্পের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলার সদর উপজেলার কুহালং ইউয়িনের থোয়াইংগাপাড়া গ্রামে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) তত্ত¡াবধানে কম সময়ে অধিক ফলন ও রোগ-বালাইমুক্ত ইরি- এগ্রো প্রকল্পের প্রদর্শনী চাষের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মে উপজেলার থোয়াইংগাপাড়া গ্রামের কৃষক উচা অং মারমার জমিতে এই শস্য কর্তন করা হয়। বিল্ড এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এগ্রিবিজনেস এডুকেশন এন্ড রিসার্চ ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এবার থোয়াইংগাপাড়া গ্রামে, কম সময়ে অধিক ফলন, রোগবালাই মুক্ত নতুন ৬ ধরনের ধান, ব্রি ধান-৭৪, ব্রি ধান-৮৮, ব্রি ধান-৮৪, ব্রি ধান-৯৬, বঙ্গবন্ধু ধান- ১০০ ও চাক্কা পাঞ্জা জাতের প্রদর্শনী ধান চাষ করা হয়। থোয়াইংগাপাড়া গ্রামের স্থানীয় কৃষক উচা অং মারমা বঙ্গবন্ধু ধান- ১০০ ও ব্রি ধান-৯৬ জাত চাষ পছন্দ করেন। চলতি মৌসুমে ভালো ফলন পাওয়ায়, আগামী বোরো মৌসুমে এই জাতের ধান অধিক পরিমান জমিতে চাষ করবেন বলে জানান। পাহাড়ি অঞ্চলে ‘আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) পরীক্ষা মূলকভাবে জলবায়ু উপযোগী আধুনিক উচ্চ ফলনশীল (উফসি) জাতের ধান প্রকল্পের মাধ্যমে কৃষকের জমিতে ৬টি আগাম জাতের ধান হেড টু হেড প্রদর্শনী করা হয়। এসব ধানের জীবনকাল গড়ে ১৪০ থেকে ১৪৫ দিন।