বান্দরবানে অসহায়দের মাঝে অনুদান প্রদান

11

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান রিজিয়নের উদ্যোগে পাহাড়ী-বাঙ্গালী ৬৫ জন দুস্থ ও অসহায়দের মাঝে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বান্দরবান সেনাবাহিনীর পক্ষ থেকে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত অসহায় পাহাড়ি ও বাঙালি আর্থিক সাহায্যের জন্য রিজিয়ন কমান্ডার বরাবর আবেদন করেন। এসব আবেদনের প্রেক্ষিতে আজ বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ হতে ৬৫ জনকে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চটগ্রামে বসবাসরত বাঙ্গালিসহ সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে, আজকের এ সহায়তা তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলেও জানান সেনাবাহিনী।