বান্দরবানের ৩ উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল আরো ৩দিন

14

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে পর্যটক ভ্রমণের উপর চলমান নিষেধাজ্ঞা আরো ৪ দিন বাড়ানো হয়েছে। তবে আলিকদম উপজেলায় এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বাকী ৩ উপজেলা রুমা, রোয়াংছড়ি ও থানচিতে এই নিষেধাজ্ঞা ১২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় সেনাবাহিনীর অনুরোধের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি-বিদেশি সকল পর্যটক ভ্রমণে চলমান নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আলিকদম উপজেলায় পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর আগে তিন দফা সময় বৃদ্ধি করে ৮ নভেম্বর পর্যন্ত ৪ উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। চতুর্থ দফায় আলিকদম উপজেলা বাদ দিয়ে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় ১২ নভেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন।
উল্লেখ্য, পাহাড়ে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গত ১৮ই অক্টোবর থেকে পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন।