বান্দরবানের প্রতিবন্ধীকে জেলা প্রশাসক দোকান উপহার

7

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের এক প্রতিবন্ধী ব্যক্তিকে স্বাবলম্বী করতে সহায়তা দিলেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি। বান্দরবান শহরের কাছে ছাইঙ্গা এলাকার বাসিন্দা প্রতিবন্ধী আব্দুল মোনাফকে একটি দোকান উপহার দিয়েছেন জেলা প্রশাসক। শুধু তাই নয় ঐ প্রতিবন্ধীকে প্রধানমন্ত্রীর উপহারের ঘরও তৈরী করে দিয়েছেন। ঘর আর দোকান পেয়ে আবেগাপ্লুত প্রতিবন্ধী মোনাফ। দোকান উদ্বোধন করে এ দোকানের প্রথম ক্রেতা হন জেলা প্রশাসক নিজেই। দোকান থেকে কেনা চকলেট বিস্কুট সেখানকার ছোট শিশুদের মাঝে বিতরণ করেন জেলা প্রশাসক। গত ১১ আগস্ট জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি ছাইঙ্গাতে প্রতিবন্ধী আব্দুল মোনাফের দোকানটি ফিতা কেটে উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল জাবেদ, উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান প্রমুখ। জেলা প্রশাসক জানান রোয়াংছড়ির ছাইঙ্গাতে ১০ বছর ধরে মো. আব্দুল মোনাফ নামের এক প্রতিবন্ধী ব্যক্তি মসজিদে থাকতেন। তার কোনও স্বজন নেই। খবর পেয়ে এ প্রতিবন্ধীকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর তৈরী করে দেওয়া হয়।