বান্দরবানের চেয়ারম্যান পদে ১৫, ভাইস চেয়ারম্যান ৪৩ জনের মনোনয়ন পত্র দাখিল

74

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের ছয়টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান ১৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন মনোনয়ন পত্র দাখিল করেন। সোমবার সকালে সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম জাহাঙ্গীর ও বর্তমান বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালামের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এদিকে জেলার থানচি উপজেলায় আ.লীগের প্রার্থী থোয়াইহ্লামং মারমা ও বর্তমান চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, রুমা উপজেলায় আ.লীগের প্রার্থী উহ্লাচিং মারমা, জনসংহতি সমিতির (জেএসএস) বর্তমান চেয়ারম্যান অংথোয়াইচিং এবং রোয়াংছড়ি উপজেলায় আ.লীগের প্রার্থী চহ্লাইমং মারমা ও জনসংহতি সমিতির (জেএসএস) চেয়ারম্যান ক্যবামং মারমা এবং আলীকদম উপজেলায় আ.লীগের প্রার্থী জামাল উদ্দিন এবং বর্তমান বিএনপির উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা আ.লীগের প্রার্থী অধ্যাপক মো. শফিউল্লাহ এবং জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খায়রুল বাশার, উপজেলা আ.লীগে সহ-সভাপতি আবু তাহের কোম্পানী ও সাবেক ছাত্রলীগ সভাপতি চোচু মং মার্মা এবং স্বতন্ত্রী প্রার্থী অধক্ষ্য মো. ফরিদ উদ্দিনসহ মোট ৫ জন প্রার্থীদের নিজ নিজ উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এদিকে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বান্দরবান সদর উপজেলায় মোহাম্মদ ফারুক আহমেদ ফাহিম, বিধান লালা, পাইমং থুই মার্মা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা আক্তার, ইয়েচং মার্মাসহ পাঁচজন মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়াও থানচি উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন, রোয়াংছড়িতে পুরুষ ভাইস চেয়ারম্যান ৩ জন মহিলা, ভাইস চেয়ারম্যান ৩ জন, আলীকদমে পুরুষ ভাইস চেয়ারম্যান ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যন ৩ জন এবং নাইক্ষ্যংছড়িতে পুরুষ ভাইস চেয়ারম্যান ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন এবং রুমাতে পুরুষ