বাদলের শূন্য আসনে ভোট ১৩ জানুয়ারি

24

প্রয়াত সাংসদ মইন উদ্দীন খান বাদলের চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) শূন্য আসনে উপ-নির্বাচন আগামি ১৩ জানুয়ারি। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএমে একটানা ভোটগ্রহণ চলবে। গতকাল রবিবার বিকালে নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর শূন্য এই আসনে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সচিব বলেন, নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১২ ডিসেম্বর, বাছাই ১৫ ডিসেম্বর, প্রত্যাহার ২২ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামি ১৩ জানুয়ারি। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য হলে শূন্য হওয়ার পরের ৯০ দিনের মধ্যে ভোটের আয়োজন করার বিধান আছে। গত ৭ নভেম্বর সাংসদের মৃত্যু হওয়ায় আগামি ৪ ফেব্রæয়ারির মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে ইসির।
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর মইন উদ্দীন খান বাদল ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে তিনি ২০০৮ সাল থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বোয়ালখালী-চান্দগাঁও আসন থেকে সাংসদ নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করছিলেন।