‘বাজিকরদের মোড়ল’ গ্রেপ্তার

15

ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাভিন্দর দান্দিওয়ালকে গ্রেপ্তার করেছে মোহালি পুলিশ। তার বিরুদ্ধে মোহালিতে হওয়া একটি টি-টোয়েন্টি ম্যাচ পাতানোর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
ম্যাচটি ভারতের মোহালিতে হলেও অনলাইনে প্রচারে বলা হচ্ছিল সেটি শ্রীলঙ্কায় হচ্ছে। গত বৃহস্পতিবার রাজেশ গার্গ ও পঙ্কজ আরোরা নামের দুই বাজিকরকে আটকের ঘটনার পর দান্দিওয়ালকে গ্রেপ্তার করল পুলিশ।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, রাজস্থান থেকে উঠে আসা দান্দিওয়াল আগেও জালিয়াতি টুর্নামেন্ট আয়োজন করেছেন। পিটিআইকে খারার পুলিশের ডেপুটি সুপরিটেনডেন্ট পাল সিং জানান, এই ‘মাস্টার মাইন্ডকে’ নিয়ে আরও বিস্তৃত তদন্ত করবেন তারা। “এই পুরো চক্রের মোড়ল হিসেবে উঠে আসা দান্দিওয়ালকে সোমবার আটক করা হয়েছে। একটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। পুরো চক্রে তার ভূমিকার আরও তদন্ত করা হবে।”
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি বিরোধী ইউনিট-আকসুর প্রধান অজিত সিং পিটিআইকে জানান, দান্দিওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে চান তারা।