বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে রেশনিং ব্যবস্থা চালু করুন

2

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দেশব্যাপী দাবী পক্ষের অংশ হিসেবে হালিশহর থানায় ২৮শে মে বিকেলে বাসস্ট্যান্ড মোড়ে কমরেড ইতিয়াজ সবুজের সভাপত্বিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড নূরুচ্ছাফা ভূঁইয়া। পাহাড়তলি থানার সম্পাদক কমরেড সাদেক আহমেদ চৌধুরী, জেলা কমিটির সদস্য কমরেড রবিউল হোসেন প্রমুখ। বক্তারা বলেন সরকার বাজার সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়েই চলছে। বেআইনি মজুদকারীদের নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়ার মাধ্যমে তাদের প্রশ্রয় দেয়া হচ্ছে। বক্তারা বিকল্প বাজার ব্যবস্থা চালু করতে গণবণ্টন, টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যের দোকান চালু করার দাবি জানান।
করোনার পরে মানুষের আয় কমেছে, তার উপর অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য এবং পরিবহন ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এখন আবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে । নানা অজুহাতে মূল্যবৃদ্ধি করে জনগণকে জিম্মি করার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়। হালিশহর, পাহাড়তলীতে জলাবদ্ধতা দূর করে, ভাঙা রাস্তা মেরামতের দ্রæত প্রদক্ষেপ নেওয়ার জন্য আহŸান করা হয়। দেশে দ্বিদলীয় লুটেরা ভিত্তি ভেঙে বাম বিকল্প শক্তি গড়ে তোলতে এগিয়ে আসার জন্য জনগণের প্রতি আহŸান জানানো হয়। বিজ্ঞপ্তি