বাজারে মৌসুমী সবজির আগমনে কমেছে দাম

14

নিজস্ব প্রতিবেদক

সবজির দাম নিয়ে ক্রোতাদের নাভিশ্বাস গত কয়েক মাস ধরে। প্রায় অধিকাংশ সবজির কেজিপ্রতি দাম ঠেকেছিল ১০০ টাকার কাছাকাছি। তবে বাজারে শীতকালীন সবজি আসায় দাম কিছুটা কমে এসেছে। কেজিপ্রতি দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। সামনে দাম আরও কমতে পারে বলে ধারণা করছেন বিক্রেতারা।
গতকাল শুক্রবার নগরীর বহদ্দার কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি গোল বেগুন ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ টাকায়, লম্বা বেগুন ৫০ টাকা, ফুলকপি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ টাকা, হাইব্রিড শসা ৯০, চিচিঙ্গা ৪০ টাকা, মূলা ৩০ টাকা, করলা ৬০ টাকা, কচুমুখি ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, পটল ৫০, লাউ ৭০, চালকুমড়া ৫০, ঢেঁড়স ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি শিম, টমেটো ও গাজর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। তবে এখনো দাম কমেনি ক্যাপসিকামের। সবুজ ক্যাপসিকাম বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, লাল ও হলুদ ক্যাপসিকাম ৬০০ টাকা। এদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৬০ টাকায়। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫২০ টাকায়। পাশাপাশি গত সপ্তাহে ১৪০ টাকায় বিক্রি হওয়া ফার্মেও ডিম বিক্রি হচ্ছে ডজন ১৩৫ টাকায়।
বিক্রেতারা জানান, ক’দিন ধরে সবজির দাম কমতে শুরু করেছে। শীত পুরোদমে এলে আরও কমে যাবে। কারণ তখন সরবরাহ বেশি থাকবে। তারপরও কিছু কিছু আড়তদাররা যখন দাম বাড়িয়ে দেয় তখন আমাদের কমে বিক্রি করার সুযোগ থাকে না। আমরাও তো কোনো না কোনোভাবে ক্রেতা। আমাদেরও তো শাক-সবজি কিনে খেতে হয়।
এক ক্রেতা জানান, বাজারে আগের কয়েকদিনের তুলনায় দাম কিছুটা কমেছে। কিন্তু তাতেও আমরা চলতে পারি না। আগে ৫০০ টাকার বাজার করলে এক সপ্তাহ আরামসে খাওয়া যেত,আর এখন সেটা দুই দিনও চলে না। আর মেহমান অতিথি থাকলে তো কথাই নাই। বড়লোকেরা তো দামাদামি করে না। যে দামেই হোক তারা কিনে নেয়। দাম বাড়লেও তাদের কিছু যায় আসে না। অথচ আমাদের মতো মানুষের যত কষ্ট। আমাদের আয় বাড়ে না কিন্তু খরচ বাড়ে তিন-চারগুণ হারে। দেখার কেউ নেই।