বাঙ্গালহালিয়ায় ইউপি উপ-নির্বাচন কাইয়ুম হোসেন সদস্য নির্বাচিত

7

রাজস্থলী প্রতিনিধি

রাঙামাটির জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন ১৬ মার্চ বৃহস্পতিবার প্রথম পর্যায়ে ইভিএম-এ ভোট গ্রহণ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্তুতি নিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। উপ নির্বাচনে ৪৫০ ভোট পেয়ে কাইয়ুম হোসেন মিরাজ ইউপি সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আঃ জব্বার ফুটবল পেয়েছে ১৬৮ ভোট। সকালে ভোট কেন্দ্রে পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস, রাজস্থলী সার্কেল এসপি সাইকুল ইসলাম, ওসি শফিউল আজম বাবু, রাজস্থলী থানার ওসি জাকির হোসেন, প্রিসাইডিং অফিসার তাজুরুল ইসলাম, সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল করিম, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমাসহ সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্টরা। বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মোট ভোটার ১১৮৮ জন তার মধ্যে পুরুষ ভোটার ৬০৫ এবং মহিলা ভোটার ৫৮৩ জন। তার মধ্যে থেকে ৮৭৫টা ভোট (৭৪%) কাস্ট হয়েছে। এবার প্রথম পর্যায়ে ইভিএম-এ ভোট দিতে পেরে খুশি ভোটাররা। সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ সমর্থন দেন ভোটার তালিকার সিরিয়াল নাম্বার দিতে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীর শাহিদ হোসেন মাসুম ১৪৩ ভোট, আবুল কাসেম (আপেল) ৬৮ ভোট, সিদ্দিক মোল্লা( তালা) ৪৬ভোট পান। উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া বলেন, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উক্ত ৩ নং ওয়ার্ডের সদস্য আবদুল কাদের হাওলাদার মৃত্যুবরণ করায় পদটি শূন্য হলে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।