বাঙালি জাতির ইতিহাসে অজেয় সাহসী ব্যক্তিত্ব মাস্টারদা সূর্যসেন

130

মহানগর তাঁতী লীগ : চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের উদ্যোগে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক বিপ্ল­বী মাস্টারদা সূর্য্য সেন এর ৮৫তম ফাঁসি দিবস স্মরণে গত ১২ জানুয়ারি শনিবার সকালে নগরীর রহমতগঞ্জস্থ জেএম সেন হলস্থ আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে মাস্টারদা সূর্য্য সেন’র আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের আহবায়ক নুরুল আমিন মানিক, সদস্য সচিব রত্নাকর দাশ টুনু, যুগ্ম আহবায়ক শ্রীপ্রকাশ দাশ অসিত, ছৈয়দুল হক, এড. তারেকুল ইসলাম চিশতী, মো. সোরোওয়ার্দী, অধ্যাপক অঞ্জন দত্ত, প্রকৌশলী সৈকত দাশ, যীশু তালুকদার, আজিজুল হক, আসাদুজ্জামান বাবু, জসীম উদ্দিন, কামরুল ইসলাম হিরা প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে বক্তারা বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য মাস্টারদা সূর্য সেনের আত্মত্যাগ চিরকাল মুক্তিকামী বাঙালিদের প্রেরণা যোগাবে। বিপ্লবী মাস্টারদা’র নেতৃত্বে ব্রিটিশবিরোধী সংগ্রাম ছিল ঔপনিবেশিক শৃঙ্খল থেকে ভারতের মানুষকে মুক্তি দান। এজন্য তাঁর অনুসারীরা হাসি মুখে তাঁদের জীবন বিলিয়ে দিয়ে গেছেন। দেশের ইতিহাসে মাষ্টারদা যে চেতনা ও আদর্শ স্থাপন করেছেন তা বাঙ্গালি জাতির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সন্দীপনা : সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সংগীত, নাটক, আবৃত্তি, নৃত্য, চারুকলা ও লোককলা বিভাগের যৌথ উদ্যোগে বিপ্লবী মাষ্টার দা সূর্য সেনের ৮৫ তম শহীদ দিবসে “মাষ্টার দা’র শোনিতের অঙ্গীকারে উৎসর্গীকৃত জীবন শ্রেষ্ঠ ত্যাগের উপমা” শীর্ষক আলোচনা সভা ১১ জানুয়ারী সকাল ১০ টায় দোস্ত বিল্ডিং চত্বরে অনুষ্ঠিত।
শিক্ষাবিদ বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ভৌত বিজ্ঞানী, চবি অধ্যাপক মুক্তিযোদ্ধা বিকিরণ প্রসাদ বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতে বিপ্লবী সূর্য সেনের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচীর সূচনা করেন চবি গবেষক ভাষ্কর ডি.কে. দাশ (মামুন)। প্রধান আলোচক ছিলেন- ভারতের ত্রিপুরা সরকারী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রত্নতত্ত্ববিদ ড. আশীষ কুমার বৈদ্য।
আলোচকবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, রাজনীতিবিদ আলী নেওয়াজ খান, রাজনীতিবিদ ভানু রনজন চক্রবর্তী, রাজনীতিক দীপঙ্কর চৌধুরী কাজল, বীর মুক্তিযোদ্ধা এম.এ. সালাম, প্রাবন্ধিক সিদ্দীকুল ইসলাম, সংগঠক জসীম উদ্দীন চৌধুরী, অধ্যাপক ডা. ডি.কে ঘোষ, বীর মুক্তিযোদ্ধা শৌলেন দাশ, ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ্দীন, প্রকৌশলী সঞ্চয় দাশ, গীতিকার ইমরান ফারুকী, মানবাধিকার সংগঠক উদয়ন বড়ুয়া ঝন্টু, কবি তরনী কুমার সেন, সংগঠক প্রণবরাজ বড়ুয়া, যুবনেতা নুরুল হুদা চৌধুরী, মো. শাহীন হোসেন, সৈয়দ শিবলী ছাদেক কফিল, ভাষ্কর খোকন কান্তি দে, নাট্যকর্মী এমরান হোসেন মিঠু, সংস্কৃতিকর্মী সাফাত বিন ছানাল্লাহ্, এহসান হক মিলন, অশেষ দাশ গুপ্ত।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিপ্লবী মাস্টার দার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক গণসঙ্গীত পরিবেশন করেন- শিল্পী এম.এ হাসেম, শিল্পী রতন কুমার রাহা, ডা. শিউলী চৌধুরী, শিল্পী বৃষ্টি দাশ, শিল্পী মৈত্রী আচার্য, শিল্পী হানিফুল ইসলাম হানিফ, জাহানারা পারুল, আজগর আলী, দিদার হোসেন, নিবেদিতা আচার্য্য, কাজলী আক্তার প্রমুখ।
আমরা কৃষকের সন্তান পরিষদ : ঘুমিয়ে থাকা বাঙালিকে জাগ্রত করার স্বপ্নপুরুষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা, চেতনার মহানায়ক, বিপ্লবী বীর মাষ্টারদা সূর্যসেনের মহাপ্রয়াণ (ফাঁসি) দিবস স্মরণে ১২ জানুয়ারি চট্টগ্রাম জে এম সেন হল প্রাঙ্গনে দুপুর ১২ ঘটিকায় আমরা কৃষকের সন্তান পরিষদের উদ্যোগে সূর্যসেনের অবক্ষয় মূর্তিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা সংগঠনের কার্যকরি সভাপতি সুভাস চৌধুরী টাংকুর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্টাতা মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন অবসর সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সঞ্জিত আলম। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রোকন উদ্দীন আহমেদ, সুধির চন্দ্র দে, দুলাল কান্তি দাশ, গৌতম চন্দ্র দাশ ও আলী আজগর প্রমুখ।
ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল : ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিএমএ চট্টগ্রামের সাবেক সভাপতি ও জাতীয় পেশাজীবি নেতা ডা. শেখ সফিউল আজম ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিটিজি পোস্ট ডটকম এর সম্পাদক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে চট্টগ্রামের গর্বিত সন্তান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নি পুরুষ ও মহানায়ক বিপ্লবী মাষ্টারদা সূর্যসেনের ৮৫ তম ফাঁসি দিবসে গত ১২ জানুয়ারী সকাল ১১ টায় নগরীর জেএম সেন হলের বিপ্লবী মাষ্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র, লায়ন তাপস হোড়, দীপঙ্কর চৌধুরী কাজল, এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, অজিত কুমার শীল, মো. জসিম উদ্দিন চৌধুরী, সুভাষ চৌধুরী টাংকু, ডা. মো. জামাল উদ্দিন, প্রভাষক রিপন চক্রবর্তী, আসিফ ইকবাল, কেজিএম সবুজ, সজল দাশ, নিউটন দে, বাবর মুনাফ প্রমুখ। বিজ্ঞপ্তি