বাঙালির ভাষা আপন মহিমায় সমুজ্জ্বল

42

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপচার্য, প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, বাঙালির ভাষা ও সংস্কৃতি আপন মহমিায় সমুজ্জল। বাঙালি ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্যে রক্ত দিয়েছে। ১৯৭১ সালে রক্তসাগরে পরিণত হয়ে বাঙালি জাতি স্বাধীন জাতিসত্তার সন্ধান পায়। তিনি গতকাল বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে একুশ মেলা পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ভাষার মাসকে স্বাগত জানিয়ে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। একুশ মেলা পরিষদের সদস্য সরিৎ চৌধুরী সাজু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেলা পরিষদের কো-চেয়ারম্যান শওকত আলী সেলিম, যুগ্ম মহাসচিব সুমন দেবনাথ, লায়ন দিদারুল আলম, জাহেদুর রহমান সোহেল, সংস্কৃতিকর্মী হানিফুল ইসলাম হানিফ, সাইমন শাহাদাত চৌধুরী। উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্কাস উদ্দিন, যুবলীগ নেতা ফরিদ আলম, সংস্কৃতিকর্মী মুজিবুর রহমান, শিল্পী কাজল দত্ত, শিল্পী পলাশ কুমার দেব, নৃত্যশিল্পী ফজল আমিন শাওন, স্বপন দাশ, সোমা বোস, আবৃত্তিশিল্পী ফারুক হোসেন, সাহেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রফেসর ড. সেন আরো বলেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি শুধুমাত্র বাঙালির নয়। মানব জাতির সকল ভাষাবাসি মানুষের আপন মাতৃভাষাকে লালন করার একটি আন্তর্জাতিক মাইলফলক। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ শুধু বাংলা ভাষা নয়, পৃথিবীর মানব জাতির মাতৃভাষাকে রক্ষা করবে। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের দেশের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সন্তানদের হাতে তাদের মাতৃভাষায় প্রণিত পাঠ্যপুস্তক সরকার তুলে দিয়েছেন। এ অর্জন সম্মানের ও আত্মতৃপ্তির পরিচায়ক। স্বাগত বক্তব্যে মেলা পরিষদের প্রধান সমন্বয়কারী সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলম বলেছেন, ভাষার মাসে তরুণ প্রজন্মকে শিকড় সন্ধানী করে গড়ে তুলতে হবে। খবর বিজ্ঞপ্তির