বাঘাইছড়ির আমতলীতে ত্রাণ সামগ্রী বিতরণ

33

জেলার দুর্গম প্রত্যন্ত বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের বন্যায় প্লাবিত দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু। শনিবার বিকালে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যায় কবলিত আশ্রয়িতদের মধ্যে তিনি চাল, ডাল লবন, তৈলসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু,উপজেলা ভাইসচেয়ারম্যান আবদুল কাইয়ুম ও আমতলী ইউনিয়নের চেয়ারম্যান মো. রাসেলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বন্যায় কবলিত এলাকা পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বন্যায় কবলিত এলাকার যে সব লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন সবাই ধর্য ধরে অবস্থান করবেন। যখন যা প্রয়োজন উপজেলা প্রশাসনের পক্ষ হতে তা দেওয়া হবে। কোন লোক যেন একটু অবহেলার কারনে মারা না যায় সে দিকে স্থানীয়দের নজর রাখতে হবে। উপজেলা প্রশাসনের প্রচুর খাদ্য রয়েছে। তাই খাদ্যের কোন অভাব নেই। যখন যা প্রয়োজন তা দেওয়া হবে। সরকার দুর্যোগ মোকাবেলায় সথেষ্ট আন্তরিক। তিনি বলেন,যাদের বেশী ক্ষতি হয়েছে বন্যার পানি কমে যাওয়ার পর তাদের ঘর বাড়ি তৈরী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন প্রশাসন।