বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

1

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে পরিচালিত এক অভিযানে সন্ত্রাসি আস্তানা হতে দুটি একে-৪৭সহ স্বয়ংক্রিয় অস্ত্রগোলা উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। গত ১২ সেপ্টেম্বর ভোরে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম জারুলছড়ি নামক এলাকায় ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে এসব অস্ত্রগোলা উদ্ধার করেন সেনাবাহিনীর ১২ বীর বাঘাইহাট জোনের সদস্যরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট সেনা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ইউপিডিএফের এ আস্তানায় অভিযানটি পরিচালিত হয়েছে। কিন্তু সেনা উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালায়। এ সময় সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া করলে উভয়ের মধ্যে গুলিবিনিময় হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুইটি একে-৪৭ রাইফেল, দুইটি ম্যাগজিন, ১৩ রাউন্ড তাজাগুলি, দুই সেট মোবাইল ফোন ও তিনটি কাপড়ের ব্যাগসহ বেশকিছু গোপন নথিপত্র উদ্ধার করা হয়েছে। এদিকে ইউপিডিএফ তথ্য ও প্রকাশনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত নিরনচাকমার দেওয়া এক বৃবিতিতে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বৃবিতি দেওয়া হয়েছে।