বাঘাইছড়িতে প্রতারক আটক

2

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে এক প্রতারককে আটক করেছেন বিজিবির সদস্যরা। তার নাম ইয়াছিন (২৮)। গত সোমবার রাতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করে বাঘাইছড়ি থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। ইয়াছিন বাঘাইছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যমপাড়ার বাসিন্দা। পেশায় ফল ব্যবসায়ী এই ব্যক্তির বিরুদ্ধে সরকারি ঘর বরাদ্দ পাইয়ে দেওয়ার নামে এ পর্যন্ত বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অন্তত ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার পর মঙ্গলবার (গতকাল) তাকে রাঙামাটির আদালতে চালান দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে। জানা গেছে, ইয়াছিন স্থানীয় বিভিন্নজনের কাছ থেকে প্রতারণার মানসে অন্তত ২৫ লাখ টাকা গ্রহণ করে তা পরে আত্মসাৎ করেন। বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহহীনদের জন্য সরকারি ঘর বরাদ্দের তালিকা সংগ্রহ করে তাদের কাছ থেকে অফিস খরচের নামে ওইসব টাকা হাতিয়েছেন তিনি। এ কাজে বিশ্বাসযোগ্যতা নিশ্চিতে স্থানীয় বিজিবির এক হাবিলদারের নামে সিল বানিয়ে এবং ব্যাংকের চেকে নকল সিল মেরে স্ট্যাম্পের মাধ্যমে কাগজ তৈরি করে সাইদুর নামে এক মিস্ত্রির কাছ থেকে আরও দেড় লাখ টাকা হাতিয়ে নেয় ইয়াছিন। দীর্ঘদিন পরেও কাজ না পাওয়ায় ইয়াছিনের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে স্থানীয় ২৭ বিজিবির কাছে অভিযোগ দেন মিস্ত্রি সাইদুর। তার অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে ইয়াছিনকে আটক করে মারিশ্যা বিজিবি।