বাঘাইছড়িতে ত্রাণ সামগ্রী বিতরণ

34

রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দ ত্রাণ সামগ্রী বাঘাইছড়ি উপজেলার বন্যায় কবলিত এলাকায় ইউনিয়ন পর্যায়ে বিরতণ করা হচ্ছে। শনিবার সকালে রুপকারি ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মধ্যে বন্যায় কবলিতদের এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চাকমা। জানা গেছে,সম্প্রতি টানা বর্ষণে উপজেলার রুপকারি ইউনিয়নের নিচু এলাকাগুলো বন্যার পানিতে ডুবে যায়। এতে প্রায় ১-২শ’ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এসব পরিবারগুলোর বাড়িঘর ডুবে গিয়ে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় শাক সবজি, গাছপাতা, গরু ছাগল ও হাঁস মুরগির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এমন তথ্য দিয়েছেন ইউপির চেয়ারম্যান ও স্থানীয়রা।
চেয়ারম্যান শ্যামল চাকমা বলেন, অত্র এলাকায় বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসন কর্তৃক উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কিছু বরাদ্দ পাওয়া গেছে। ওই সব বরাদ্দ থেকে ৫কেজি করে চাল ও অন্যান্য ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে বন্যার্তদের মধ্যে। তবে ক্ষতির তুলনায় এসব সাহায্য অপ্রতুল বলে মনে করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বলেন, অনেক বড় উপজেলা বাঘাইছড়ি, তাই সব জায়গায় গিয়ে ত্রাণ দিতে গেলে দেরি হয়ে যাবে। যার কারণে উপজেলার ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে অনিয়ম দুর্নীতি পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।