বাগীশ্বরী সঙ্গীতালয়ের উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান ১৭ ও ১৮ ডিসেম্বর

30

বাগীশ্বরী সঙ্গীতালয়ের উদ্যোগে উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ক গ্রন্থ ‘শাস্ত্রীয় সঙ্গীত দীপিকা’ এর মোড়ক উন্মোচন উপলক্ষে দু’দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। দু’দিনব্যাপী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় থাকবে ভারতীয় সহকারি হাই কমিশন, চট্টগ্রাম। ১৭ ডিসেম্বর অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন চট্টগ্রাম আর্য্য সঙ্গীত সমিতির উপাধ্যক্ষ ও সুরতীর্থ’র অধ্যক্ষ পন্ডিত নির্মলেন্দু চৌধুরী। ১৮ ডিসেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম আর্য্য সঙ্গীত সমিতির উপাধ্যক্ষ পন্ডিত নির্মলেন্দু চৌধুরী, কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী। বাগীশ্বরী সঙ্গীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে ও বাচিক শিল্পী গৌতম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখবেন প্রতিষ্ঠানের পরিচালক রিষু তালুকদার। সঙ্গীত পরিবেশন করবেন- দোলন কানুনগো (গীটার), রতন দত্ত (তবলা), পি ত স্বর্ণময় চক্রবর্তী (কণ্ঠ), সুব্রত দাশ অনুজ (কণ্ঠ), উস্তাদ প্রকাশ বড়ূয়া (কণ্ঠ), শিবু চৌধুরী (তবলা), প্রণব ভট্টাচার্য্য (তবলা), ফারুক আহমেদ (কণ্ঠ), রিষু তালুকদার (কণ্ঠ), গৌরী নন্দী (কণ্ঠ), দোলন দাশ (তবলা), সুমন সেন ও সানি ধর (কণ্ঠ যুগলবন্দী), পলাশ দে (তবলা), সানি দে (তবলা), অমি চক্রবর্তী (কণ্ঠ), বিজয় দেবনাথ (কণ্ঠ), রক্তিম ধর ও সোমি চক্রবর্তী (কণ্ঠ যুগলবন্দী), অর্পা চৌধুরী, পুনম চৌধুরী ও অর্কি চৌধুরী (তবলা লহরা)। উক্ত অনুষ্ঠানে সকল সঙ্গীতপ্রেমীদের উপস্থিত থাকার জন্য অনুষ্ঠানের আহবায়ক যীশু সেন ও সদস্য সচিব পলাশ দে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি