বাগীশিক মহানগর সংসদের অনলাইন গীতা ক্লাস চালু

57

বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উদ্যোগে করোনা মহামারীতে দীর্ঘদিন গীতা স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইন গীতা ক্লাস চালু করা হয়েছে। ১৮ জুন সকালে সরকারি নির্দেশনা মেনে বাগীশিক চট্টগ্রাম মহানগর ফেসবুক আইডি থেকে লাইভ স¤প্রচারের মাধ্যমে গীতা ক্লাস উদ্বোধন করেন বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা সমাজসেবক আশুতোষ সরকার। সভাপতিত্ব করেন সাবেক সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী। সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর সংসদের পৃষ্ঠপোষক তপন কান্তি রায়, উত্তম মহাজন নব। অনলাইন গীতা ক্লাসের প্রশিক্ষক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের শিক্ষা বিষয়ক সম্পাদক গীতা প্রশিক্ষক তপন কান্তি নাথ (তপু)। চট্টগ্রাম মহানগর আওতাধীন থানা সংসদ নেতৃবৃন্দ, গীতা প্রশিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনলাইন গীতা ক্লাসে যুক্ত ছিলেন। করোনার দুর্যোগকালে অনলাইন গীতা ক্লাস চলমান থাকবে। বিজ্ঞপ্তি