বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের পুনর্মিলনী

18

 

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের পুনর্মিলনী ও বার্ষিক গীতা পরীক্ষা-২০২৩ এর সিলেবাস উন্মোচন অনুষ্ঠান গত ২৪ জুন নগরীর নন্দনকাননস্থ ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাগীশিক মহানগর সংসদের সভাপতি প্রদ্যুৎ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন চট্টগ্রাম কৈবল্যধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও দানশীল ব্যাক্তিত্ব অজয় কৃষ্ণ দাশ মজুমদার। উদ্বোধক ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম-চট্টগ্রাম’র সভাপতি শিবু প্রসাদ দত্ত। মঙ্গলপ্রদীপ প্রজ¦ালন করেন বাগীশিক মহানগর সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক বনগোপাল চৌধুরী। মুখ্য প্রাবন্ধিক ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বাগীশিক মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সঞ্চালনায় মহান অতিথি ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক তপন কান্তি রায়। প্রধান আলোচক ছিলেন মহানগর উপদেষ্টা প্রকৌশলী আশুতোষ দাশ। বিশেষ অতিথি ছিলেন মহানগর সংসদের উপদেষ্টা সুকুমার দাশ, স্বপন সাহা, উত্তম কুমার চক্রবর্তী, কেন্দ্রীয় সংসদের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক তপন কান্তি নাথ, বাগীশিক উত্তর জেলার সভাপতি শুভাশীষ চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি দেবাশীষ দত্ত ক্রেডিট, উত্তর জেলার সাধারণ সম্পাদক শিবু দাশ, অর্জুন কুমার নাথ, কাঞ্চন তালুকদার, ডা. স্বপন চেীধুরী, দিলীপ দেওযানজী, মহানগর সংসদের সহ-সভাপতি আশীষ কুমার পাঠক, লায়ন প্রদীপ চক্রবর্তী, হারাধন চন্দ্র পাল, ডা. অর্পূব ধর, প্রকৌশলী উত্তম দে, সুমন সেন, উত্তম শীল, রণি চক্রবর্তী, বাবু দত্ত, অতশী রাণী দাশ, মৌসুমী চৌধুরী, সোহেল দাশ, সুকুমার নাথ বিএসসি, রিটন সূত্রধর, সুমিত সিকদার, বাপ্পী দাশ, ডা. মিথুন দাশ মুন্না, মিশু তালুকদার, রাজ মহাজন, বাগীশিক বাকলিয়া থানা সভাপতি তুষার মজুমদার, ডবলমুরিং থানা সভাপতি অরুণ চন্দ্র দে, চকবাজার থানা সভাপতি অনিল আচার্য্য, হালিশহর থানা সভাপতি মাধব চক্রবর্তী, পাহাড়তলী থানা সভাপতি অঞ্জন মহাজন, সদরঘাট থানার সাধারণ সম্পাদক অশোক দাশ, চান্দগাঁও থানার সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, আকবরশাহ থানার সাধারণ সম্পাদক আশীষ দাশ, পতেঙ্গা থানার সাধারণ সম্পাদক কাজল চৌধুরী, কোতোয়ালী থানার অঞ্জন দে প্রমুখ। শুরুতে গীতাপাঠ করেন অভয়মিত্র মহাশ্মশান গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীবৃন্দ। গীতা শিক্ষার্থীদের বার্ষিক গীতা পরীক্ষার সুবিধার্থে নতুন সিলেবাস উন্মেচন করেন অতিথিবৃন্দ। এছাড়া গীতা প্রচারে ভূমিকা রাখায় বাগীশিক কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি