বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভা

2

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের আসন্ন অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা গত ২৩ আগস্ট সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লাস্থ বাগীশিক কেন্দ্রীয় সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সংসদ সভাপতি ঝুন্টু চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা অধ্যাপক কৃষ্ণা দাশ। শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক লায়ন কৈলাশ বিহারী সেন। স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির আহবায়ক দেশপ্রিয় চৌধুরী বিনয় ও সদস্য সচিব ডা. অঞ্জন কুমার দাশ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) গীতা শিক্ষার প্রসারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের কর্মকর্তা প্রিতম চৌধুরী, সুনীল দত্ত, অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, তপন কান্তি ধর, সুজন দেবনাথ, অ্যাড. প্রণব মজুমদার, অ্যাড. ভূপাল চন্দ্র চৌধুরী, বিপ্লব দে পার্থ, ঝুন্টু শীল, মৌসুমী নাথ, তন্ময় চক্রবর্তী বাসু, জগদীশ মল্লিক, শিল্পী চৌধুরী, অর্চনা দাশ, পলাশ দত্ত, সজীব দত্ত সৌরভ, সুমন দাশ, রুবেল তালুকদার, অজিত বিশ্বাস, অর্জুন নাথ, বিকাশ চৌধুরী, টিটু দাশ, প্রকৌশলী রামচন্দ্র দাশ, রঞ্জিতা দাশ প্রমুখ।
সভায় আগামী ৯ সেপ্টেম্বর অভিষেক অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজনে সিদ্ধান্ত গৃহিত হয়।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, সন্ন্যাসী সম্মেলন, শপথানুষ্ঠান, ধর্মসম্মেলন, প্রতিনিধি সম্মেলন, গুণীজন সংবর্ধনা, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রার্থনা সভা, স্মরণিকা উন্মোচন, গীতা বিতরণ ও মানবিক কর্মসূচি। বিজ্ঞপ্তি