বাখমুতে কঠিন পরীক্ষার সামনে রুশবাহিনী

16

যুদ্ধে টিকে থাকতে রাশিয়াকে অবশ্যই ইউক্রেনীয় শহর বাখমুত দখল করতে হবে বলে জানিয়েছেন টাকার বিনিময়ে পুতিনের হয়ে লড়াই করা ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তিনি ইঙ্গিত দিয়েছেন শহরটির দখল নেওয়া খুব সহজ হবে না। ইউক্রেনীয় কর্মকর্তা ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইতোমধ্যে হামলা শুরু করেছে। কিন্তু তাদের অগ্রগতি খুব সামান্য এবং অস্ত্র ও সরঞ্জামের অভাব রয়েছে। এমন ইঙ্গিত পাওয়া গেছে ব্রিটেনের গোয়েন্দা তথ্যেও। রুশ এক সামরিক সংবাদদাতার সঙ্গে শুক্রবার বিশেষ সাক্ষাৎকারে ইয়েভজেনি প্রিগোজিন বলেন, ‘ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ পেতে রাশিয়াকে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে।
মানে, ওই অঞ্চলে রুশ সেনা উপস্থিতি বাড়াতে হবে অথবা আরও ইউক্রেনীয় এলাকার দখল নিতে হবে। এ পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাখমুত দখল। তিনি আরও বলেন, বাখমুত দখল ছাড়া উপায় নেই। শহরটির দখল পেলে আমাদের সেনারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে। ভিডিও সাক্ষাৎকারে প্রিগোজিন বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস পুরোপুরি দখল করতে রাশিয়ার দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে। ডিনিপার নদীর পূর্ব দিকে বিস্তৃত ভূখÐ যদি দখলের সিদ্ধান্ত নেয় মস্কো তাহলে যুদ্ধ তিন বছর পর্যন্ত গড়াতে পারে। গত বছরের ২৪ ফেব্রæয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ চালায় রাশিয়া। সেনাবাহিনীর সঙ্গে আক্রমণে অংশ নিচ্ছে ওয়াগনার গ্রæপের যোদ্ধারা।