বাকলিয়া কৃষ্ণ মন্দিরে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

18

 

নগরীর বাকলিয়ার ক্ষেতচরে সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে মহতী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, ফ্রি চিকিৎসা ক্যাম্প গত ৪ মার্চ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাকলিয়া কৃষ্ণ মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন দিলীপ কুমার শীলের সভাপতিত্বে ধর্মসম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। উদ্বোধক ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন। প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা তপন কান্তি ধর। মহান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশপ্রিয় চৌধুরী (বিনয়), সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, বাকলিয়া কৃষ্ণ মন্দির পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি নিরঞ্জন দাশ। সংবর্ধিত অতিথি ছিলেন চসিক ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, মহিলা কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ (বেবী), রুমকি সেনগুপ্ত। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে, বাগীশিক ফেনী জেলা সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল মজুমদার, বাগীশিক আনোয়ারা উপজেলা সংসদের সভাপতি কল্লোল সেন, সাধারণ সম্পাদক লায়ন অজিত কুমার নাথ, বাকলিয়া থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. তপন চন্দ্র দাশ। স্বাগত বক্তব্য রাখেন কৃষ্ণ মন্দির উৎসব উদ্যাপন পরিষদের আহবায়ক অরুন কান্তি দাশ ও কৃষ্ণ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জলসন ধর (নয়ন)। বাপ্পী দাশের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উৎসব পরিষদের সদস্য সচিব কর্ণমোহন শীল, অর্থ সচিব দেবাশীষ মুহুরী, বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতির সভাপতি উত্তম কুমার সুশীল, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন রায় চৌধুরী, সার্বজনীন কৃষ্ণ মন্দিরের পক্ষে কেশব দাশ, নান্টু মল্লিক, সান্টু দাশ, শ্যামল মহাজন, উত্তম দত্ত, আশীষ মহাজন, সুমন ধর, রনি দাশ, জয় চৌধুরী, পার্থ মহাজন, সনেমশাষ বিশ্বাস, মধু খাস্তগীর, চিত্ত দাশ, রাজন দাশ, কাজল দাশ, যীশু নন্দী, সমীর সেন, অশোক পাল, অরুন আচার্য্য প্রমুখ। সকালে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ডা. রাজেশ পাল। ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পীরা।