বাকলিয়া ও চেরাগী মোড়ে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ

5

 

কাউন্সিলর শহিদুল আলম :
পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার এবং প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শহিদুল আলমের উদ্যোগে গত শুক্রবার বাদে আছর ওয়ার্ডের মদিনা মসজিদ এলাকায় করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি। এসময় শহিদুল আলম এলাকার বাসিন্দাদের সচেতন হওয়ার আহŸান জানিয়ে বলেন, সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে অপনারা অহেতুক ঘুরাঘরি করবেন না। করোনার প্রকোপে অসাবধান হলে যে কেউ আক্রান্ত হবেন। তাই ঘরে থাকুন, প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন। মাস্ক পরিধানের কোন বিকল্প নাই। এসময় আওয়ামী লগি নেতা কামাল আহমদ,অবদুল হাকিম, এস এম আজিজ, নাজিম দেওয়ান, মো.রাসেল, নাহিদ উদ্দীন, মুন্না খান, নিজাম খান, ইয়াসিন টিপু, বাকলিয়া থানা ছাত্রলেিগর আহŸায়ক মিজানুর রহমান, প্রবাল রায়, মো. তৌহিদ, মো. আবদুল মোকাররম সাকিব,আব্দুর আহাদ টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
জয়বাংলা শিল্পী গোষ্ঠী :
জয় বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম এর উদ্যোগে ১৩ এপ্রিল সোমবার বিকাল ৪টায় মোমিন রোডস্থ চেরাগী পাহাড় চত্বরে শতাধিক সাধারণ মানুষের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জয় বাংলা শিল্পী গোষ্ঠী’র প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ, শিক্ষক দুলাল বড়ুয়া, শিক্ষক সুমন দত্ত, সাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা রাজ গোপাল রপন, বীর মুক্তিযোদ্ধা এস.এম. লিয়াকত হোসেন, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, শিল্পী নারায়ণ দাশ, সাংবাদিক কামাল হোসেন, শিল্পী মনজুর আলম, সংস্কৃতিকর্মী নিলয় দে, সবুজ চৌধুরী রকি, শিল্পী শিউলী আক্তার প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে সরকারী বিধি নিষেধ মেনে এবং মাস্ক ব্যবহার করে জীবনযাপন করার জন্য জনসাধারণের প্রতি উদাত্ত আহব্বান জানানো হয়। বিজ্ঞপ্তি