বাকলিয়ায় দুই নারীকে আটকে রাখায় গ্রেপ্তার ১

48

বেশি বেতনে পোশাক কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই নারীকে আটকে রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবদুর রহিম (৩৫) হাটহাজারী উপজেলার মিরেরখিলের আবুল কাশেমের ছেলে। আবদুর রহিম নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার দুবাই ওয়ালার কলোনির বাসিন্দা।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে কলোনির ১ নম্বর কক্ষে আবদুর রহিমের বাসা থেকে ৩৫ ও ৩৩ বছর বয়সী দুই নারীকে উদ্ধার করা হয়। ওই দুই নারী আগে অন্য পোশাক কারখানায় কাজ করতেন। তাদের বেশি বেতনে নতুন চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ডেকে আনা হয়। পরে গত পাঁচদিন ধরে তাদের আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করা হয়’। খবর বিডিনিউজের
উদ্ধার দুই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে আবদুর রহিমের পকেট থেকে ৫১টি ইয়াবা উদ্ধারের কথা জানান ওসি নেজাম উদ্দিন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আবদুর রহিম দুই নারীকে আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করা এবং ইয়াবা ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ১১ ধারায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় মামলা হয়েছে।