বাকলিয়ায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট : অতিষ্ঠ জনজীবন

27

নিজস্ব প্রতিবেদক

ভ্যাপসা গরম পড়ছে। এর মধ্যে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে বাকলিয়া সাব-স্টেশনের আওতাধীন এলাকার বড় একটি অংশ। গতকাল শুক্রবার বিদ্যুতের সাবস্টেশনে ক্যাবল পুড়ে এলাকার বেশ কয়েকটি অংশ বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে।
এতে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। ভ্যাপসা গরমে এলাকার প্রায় ২০ হাজার মানুষকে টানা ৬ ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর সৈয়দ শাহ রোড ও ডিসি রোডসহ বেশ কয়েকটি এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে।
এই বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বাকলিয়া জোনের নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজুল হক জানান, সাবস্টেশনের মধ্যে একটি ট্রান্সফরমারের ক্যাবল ফল্ট করার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আমরা দ্রæত পুরো সাবস্টেশনের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে কাজ শুরু করি। প্রায় ৬ ঘণ্টা নিরলস পরিশ্রমের ফলে পুনরায় সংযোগ প্রদান করা সম্ভব হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি।