বাকলিয়ায় এসএএম শফি ফাউন্ডেশনের সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী বিতরণ

4

 

নগরীর বাকলিয়া সৈয়দ শাহ রোডে এসএএম শফি ফাউন্ডেশনের উদ্যোক্তা ও হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এসএএম শাহাদাত হোসাইন ও পারিবারিক উদ্যোগে গত ২২ অক্টোবর এলাকার অসহায় নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়। তাছাড়া এলাকার অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএএম শাহাদাত হোসাইন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, ড. সাইফুর রহমান চৌধুরী, আকতার উদ্দীন রানা, খোরশেদ আলম। স্বাগত বক্তব্য দেন হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ তালুকদার। বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী এসময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসএএম শফি ফাউন্ডেশনের উদ্যোক্তা এসএএম শাহাদাত হোসাইন মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতে তারা এ ধরনের কর্মকান্ডে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা উক্ত পরিবারের আর্থিক সহযোগীতায় ১৯৯২ সাল হতে অবহেলিত বাকলিয়ায় নারী শিক্ষা প্রসারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে নারীদের স্বাক্ষরতার হার বৃদ্ধির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে অসহায় নারী শাহীন আকতার, রাশেদা বেগম, মমতাজ বেগম, নাছিমা আকতার কাজল ও শাহীন আকতার নুপুরকে সেলাই মেশিন বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি