বাংলা টাইগার্সের ২য় জয় সাইফুল্লাহ্ চৌধুরী, আবুধাবি থেকে

12

আবুধাবি টি-টিন লিগে উদ্বোধনী ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচে হেরে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলা টাইগার্স। অবশেষে নিজেদের ৫ম ম্যাচে দিল্লি বুলসকে ১২ রানে হারিয়ে বিদায়ের শংকা থেকে ফিরে আবারও কোয়ালিফায়ারে খেলার আশা জাগিয়ে তুলেছে এয়াছিন চৌধুরীর দল। গত মঙ্গলবার আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বাংল টাইগার্সের খেলোয়াড়েরা ব্যাটে-বলে জ্বলে উঠেন। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সকে ১৩৩ রানের ফাইটিং স্কোর এনে দেন পাকিস্তান জাতীয় দলের তারকা ব্যাটার ইফতেখার আহমেদ। তিনি মাত্র ৩০ বলে করেন এবারের আসরের ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩ রান করেন। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি ছয় আর ৫টি চারে। এছাড়া জো ক্লার্ক করেন ১০ বলে ২৫ রান। তবে ১৪ বলে মাত্র ১৩ রান করে বাংলা টাইগার্সকে কমপক্ষে আরো ২০/২৫টি রান থেকে বঞ্চিত করন কলিন মুনরো। ফলে রান তাড়া করতে নেমে শেষ দিকে টিম ড্যাভিড ১৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। এদিন বাংলা টাইগার্সের সব বোলারই মিতব্যয়ী বোলিং করেন। জয়ে ফেরায় দারুণ উচ্ছ¡সিত বাংলা টাইগার্সের মালিক চট্টগ্রামের ক্রীড়া সংগঠক ইয়াসিন চৌধুরী। তিনি বাকি ম্যাচগুলো জিতে বাংলা টাইগার্সের সুপার ফোরে কোয়ালিফিকেশনের ব্যাপারে আশাবাদী। এর আগে, ২৩ নভেম্বর উদ্বোধনী ম্যাচে ১৯ রানে নিউইয়র্ক স্ট্রাইকার্সকে উড়িয়ে আবুধাবি টি-টেনের ষষ্ঠ আসর শুরু করেছিল বাংলা টাইগার্স