‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ’

17

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে চিকনদন্ডী খন্দকিয়া, রাজচন্দ্র পূজা মন্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবে উদ্বোধন অনুষ্ঠান সংগঠনের সভাপতি মাস্টার অশোক কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পূজা পরিষদের সাধারণ সম্পাদক রিমন মুহুরী। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে প্রত্যেক ধর্মের প্রতি প্রত্যেক জাতির আন্তরিকতা নিহিত রয়েছে।
উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অলক মহাজন। প্রধান বক্তা ছিলেন চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান জামান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ জামান সোহেল, পূজা পরিষদের প্রাক্তন সভাপতি মাষ্টার পরিমল কান্তি দে, অর্থ সম্পাদক কৃষ্ণ বণিক, নির্মল নাথ, চিকনদন্ডী পূজা পরিষদের সভাপতি অরুপ রায় অপু, সাধারণ সম্পাদক যুবরাজ নাথ, ইউপি সদস্য বিপ্লব মহাজন, রাশেদুল ইসলাম, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ ইদ্রিস, পলাশ বিশ্বাস, রনি দাশ রকেট, এডভোকেট ঝন্টু নাথ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
হাটহাজারীতে পূজার্থীদের মাঝে বস্ত্র বিতরণ:
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গত ৫ অক্টোবর এস এন্ড ডি মজুমদার ফাউন্ডেশন ট্রাষ্টের ব্যবস্থাপনায় পূজার্থীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি মাষ্টার অশোক কুমার নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমন মুহুরীর পরিচালনায় মির্জাপুর জগন্নাথ ধাম পূজা মন্ডপে অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন পন্ডিত সুনীতি বিকাশ আচার্য। প্রধান অতিথি ছিলেন এস এন্ড ডি মজুমদার ফাউন্ডেশন ট্রাষ্ট চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ নেতা শাহজাদা স. ম. এনাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. শহীদুল্লাহ তালুকদার শহীদ, এস আই মো. হাবিব, ডি এস বি মাইনুল ইসলাম, চট্টগ্রাম জেলা পূজা পরিষদের সহ-সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব, যুগ্ম-সম্পাদক বিশ্বজিৎ পালিত, অলক মহাজন, সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, প্রেস ক্লাবের সভাপতি কেশব বড়ুয়া, দেবব্রত দেবু, আওয়ামী লীগ নেতা আনোয়ার মেহেদী, সেকান্দর তুহিন, পরিমল কান্তি নাথ। বক্তব্য রাখেন বিজয় দত্ত, বিপ্লব মুহুরী, প্রণব সেন, তপন দাশ, পাঁচকড়ি শীল, সুজন তালুকদার, বিজন পাল, নির্মল নাথ, ডা. স্বপন নাথ, ডা. আশীষ চৌধুরী, সৃজন দাশ, অশোক কুমার দে, ডা. রাসেল নন্দী প্রমুখ। বিজ্ঞপ্তি