বাংলাদেশ সমিতি শারজা’র সভা

14

ইউএই প্রতিনিধি

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, প্রবাসে শত কর্মব্যস্ততা থাকলেও মমত্ববোধে মন পড়ে থাকে দেশে। তাই প্রবাসে দেশের জাতীয় দিবসগুলো পালন করে থাকেন প্রবাসীরা। বহু আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীন বাংলাদেশ। তাই প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে এসব বিষয় জানাতে হবে। ১৬ ডিসেম্বর সারজা বঙ্গবন্ধু হলে বাংলাদেশ সমিতি শারজা আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিতির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. করিমুল হক ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত সচিব (অব.) নুরুল আলম নিজামি। বক্তব্য দেন প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রকৌশলী মো. মোরশেদ আলম, প্রকৌশলী মো. সালাউদ্দিন, সিআইপি হাজী আব্দুল করিম, জহিরুল ইসলাম, কাজী মোহাম্মদ আলী, একরামুল হক, প্রকৌশলী আশীষ বড়–য়া, সমিতির সহ-সভাপতি শাহাদাত হোসেন, সমিতির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিআইপি, প্রচার সম্পাদক জায়েদ পারভেজ ইমাম, সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, সংগঠক শাহেদুর রহমান খোকন, সমাজ কল্যাণ সম্পাদক মাজহারুল ইসলাম মাহাবুব, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আলম গফুর, মহিলা সম্পাদক শেফালী আক্তার আঁখি, মোহাম্মদ এহসান প্রমুখ।