বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ স্থগিত!

44

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে জলঘোলা কম হয়নি। শর্ত মানা কিংবা না মানা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট শ্রীলঙ্কার (এসএলসি) মধ্যে দরকষাকষি চরম পর্যায়ে। ক’দিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন কোয়ারেন্টাইনের সময় কমাতে না পারলে শ্রীলঙ্কা সফর সম্ভব নয়। এসএলসির সিদ্ধান্তের অপেক্ষায় ২৭ সেপ্টেম্বর বিমানে চড়ছে না বাংলাদেশ ক্রিকেট দল, আভাস পাওয়া গিয়েছিল আগেই। কিন্তু এবার গোটা সফরটাই বাতিল হওয়ার অপেক্ষায়! এসএলসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে শ্রীলঙ্কা কোভিড-১৯ টাস্কফোর্সের দেওয়া শর্ত মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগার ক্রিকেটারদের, অন্যথায় বাতিল করা হবে সিরিজটি। গত ২৪ সেপ্টেম্বর লঙ্কান গণমাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেট স্পষ্ট জানিয়েছে দেশটির কোভিড টাস্ক ফোর্সের সিদ্ধান্তই চূড়ান্ত। বিসিবি শর্ত মানতে রাজি না হলে প্রয়োজনে আবারও স্থগিত হবে সিরিজ, পরবর্তী বছর একই সময়ে আয়োজনের পরিকল্পনাও আছে তাদের।