বাংলাদেশ লিগ নিয়ে ক্লাবগুলো দুই শিবিরে

3

৯ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। লকডাউন পরিস্থিতির জন্য খেলা শুরু করতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১৪ মে থেকে বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচ আবার জুনে জাতীয় দলের বিশ্বকাপ বাছাই। লকডাউন উঠে গেলে মেতেই লিগের দ্বিতীয় লেগ শুরু নাকি জুনের পর এ নিয়ে ক্লাবগুলোর মধ্যে রয়েছে মিশ্র মতামত। শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লকডাউন উঠে যাওয়ার পরপরই খেলার পক্ষে। অন্য দিকে অনুশীলন চালিয়ে যাচ্ছে আবাহনী, কিংস, শেখ জামাল সহ আরো কয়েকটি ক্লাব।
প্রতিটি ক্লাবেরই নিজস্ব মতামতের পক্ষে-বিপক্ষে যুক্তি রয়েছে। আজ সকাল সাড়ে এগারোটায় ভার্চুয়াল লিগ কমিটির সভায় ক্লাবগুলোর প্রতিনিধি তাদের অবস্থান ব্যক্ত করবেন। আন্তর্জাতিক সূচি, ক্লাবগুলোর অবস্থা ও করোনা পরিস্থিতি বিবেচনা করেই লিগ কমিটি সিদ্ধান্তে উপনীত হবে।