বাংলাদেশ-ফিলিস্তিন ফুটবল ম্যাচ আজ

14

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে আজ বৃহস্পতিবার কুয়েতে বাংলাদেশ খেলতে নামবে সবদিক থেকে এগিয়ে থাকা শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে। ম্যাচ শুরুর আগেরদিন সেই কথাই বললেন লাল-সবুজদের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা। বুধবার বাফুফের ভিডিওবার্তায় জামাল বলেছেন, ‘সবমিলিয়ে ভালো হয়েছে। আমরা অনেকদিন একসাথে ছিলাম। কালকে অনেক বড় একটি ম্যাচ। গত ১৬-১৭ দিন আমরা অনেক অনুশীলন করেছি। সবমিলিয়ে ইতিবাচক অবস্থায় আছি আমরা। শেষের ফলাফল ইতিবাচক হওয়া উচিত মনে করি।’ ‘আমরা জানি ফিলিস্তিন কেমন দল, এশিয়া কাপে ওরা অনেক ভালো খেলেছে। বেশ প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলেছে। আমরা জানি তারা আমাদের গ্রæপের অন্যতম শক্তিশালী একটি দল। ম্যাচটি আমাদের বেশ গুরুত্বের সাথে নিতে হবে, তা না হলে আমরা বড় সমস্যায় পড়ে যাব। ওরা বেশ শক্তিশালী, ওদের সেটপিস দেয়া যাবে না, ক্রসিং করতে দেয়া যাবে না, কারণ ৯৫ শতাংশ খেলোয়াড়ের উচ্চতা ছয় ফুটের উপরে। আমাদের পরিকল্পনায় অটল থাকতে হবে, সেটাই হবে আমাদের প্রধান কাজ।’ প্রধান কোচ ক্যাবরেরা বলেছেন, ‘প্রস্তুতি বেশ ইতিবাচক হয়েছে, সৌদির পরিকল্পনা কাজে লাগাতে হবে। সময়ের ব্যাপার নিয়ে আমাদের কোনো অজুহাত নেই, যথেষ্ট সময় পেয়েছি। সবকিছু ভালো আছে, আছে আত্মবিশ্বাস এবং কালকের ম্যাচের ইতিবাচক ফলাফলের জন্য দল প্রস্তুত রয়েছে। আশা করছি আগামীকাল বেশ কঠিন পরীক্ষা হবে।’