বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচে পাত্তাই পেল না টাইগাররা

49

ক্রীড়া প্রতিবেদক

আগে থেকে রাসেল ডোমিঙ্গো ও অধিনায়ক তামিম ইকবালের আশা ছিল এবারের নিউজিল্যান্ড সফর জয় দিয়ে শুরু করবেন তারা। কিন্তু জয় তো দূরে থাক, সামান্য পাত্তাই পায়নি তারা। গতকাল ডানেডিনের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে টাইগাররা কিউই পেসারদের সামনে খেই হারিয়ে ৪১.৫ ওভারে অলআউট হয় মাত্র ১৩১ রানে। যা কিউইরা টপকায় মাত্র ২১.২ ওভারে ২ উইকেট হারিয়ে। বোল্টদের সামনে তামিমদের কেউ সুবিধা করতে পারেননি। তার মধ্যে সর্বোচ্চ ২৭ রান করেছেন মাহমুদউল্লাহ।
দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান মুশফিকুর রহিমের। এছাড়া লিটন দাস ১৯, অভিষিক্ত মেহেদী হাসান ১৪, তামিম ইকবাল ১৩, তাসকিন আহমেদ ১০ ও মোহাম্মদ মিঠুন করেছেন ৯ রান। কিউইদের সফল বোলার বোল্ট ৪টি, দুর্দান্ত নিশাম ও স্যান্টনার ২টি করে এবং হেনরি ১টি উইকেট তুলে নেন। যে উইকেটে রান তুলতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশকে, সেখানে মার্টিন গাপটিল নিউজিল্যান্ডের স্কোর করে ৫ ওভারে ৫০। যে ভিতের ওপর দাঁড়িয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নিকোলস (৫৩ বলে ৪৯*) ও অভিষিক্ত উইল ইয়াং (৬ বলে ১১*)। নিউজিল্যান্ডের হারানো উইকেট দুটি ভাগ করে নিয়েছেন তাসকিন ও হাসান। ম্যাচসেরার পুরস্কার যায় ট্রেন্ট বোল্টের পকেটে।