বাংলাদেশ-উইন্ডিজ তৃতীয় ওয়ানডে আজ

13

 

সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিশন হোয়াইটওয়াশের প্রস্তুতি সারলেন তামিম-সাকিবরা। গতকাল অনুশীলনের শুরুটা হয়েছিল সকাল ১০টায়। স্টেডিয়ামের ১৫ নং গেইট সংলগ্ন নেট ও প্রেস বক্স প্রান্ত; এই দুই নেটে চলছিল উইন্ডিজদের হোয়াইটওয়াশের প্রস্তুতি। অনুমিতভাবেই যেখানে সবকুটু আলো কেড়ে নিয়েছিলেন টাইগার ডুয়ো সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
এক বছর আইসিসি’র নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই জাদুকরি বোলিংয়ে মিরপুর শের ই বাংলায় করেছেন বাজিমাত। অন্যদিকে প্রথম ওয়ানডেতে ৪৪ এবং দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৫০ রানের ইনিংস খেলে কম যাননি তামিম ইকবালও। তাতে এক ম্যাচ হাতে রেখেই ক্যারিবিয়দের বিপক্ষে ২-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছেন টাইগাররা। এবার অপেক্ষা আজ লাকি ভেন্যুতে অতিথিদের হোয়াইটওয়াশের। সেই মিশনে মুশফিক, মাহমুদউলাহ, লিটন, সৌম্যরা আঁটসাট প্রস্তুতিই নিলেন। বাদ যাননি পেসার ও স্পিনাররাও। মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, আফিফ হোসেন ধ্রুব নেট অনুশীলনে যেন নিজেদের শতভাগই উজাড় করে দিলেন। তবে পেসারদের মধ্যে আলো কেড়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন। গতির ঝড় তুলে সৌম্য, সাকিব ও মাহমুদউলাহকে বারবার পরাস্ত করে টানা দুই ওয়ানডেতে উইকেটশূণ্য থাকা রুবেল যেন তৃতীয় ওয়ানডে প্রবল বিক্রমে ফেরার আগাম জানান দিয়ে রাখলেন।
আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।