বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টি-২০ সাক্ষাৎ আজ

3

স্পোর্টস ডেস্ক

টি-টুয়েন্টি ক্রিকেট প্রচলনের দেড় দশক পেরুলেও এবং টি-টোয়েন্টিতে ১১৬টি ম্যাচ খেলে ফেললেও ইংল্যান্ডের বিপক্ষে ছোট ফরম্যাটের সংস্করণে খেলেনি বাংলাদেশ। দুদলেরই অপেক্ষা ফুরাচ্ছে। বিশ্বকাপের মঞ্চে আজ থ্রি লায়ন্সদের মুখোমুখি হবে টিম টাইগার্স। আবুধাবিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল চারটায়। সুপার টুয়েলভে দুদলই খেলেছে একটি করে ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে শুরু করেছে ইয়ন মরগানের দল। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদের দল শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ তৈরি করেও সহজ দুটি ক্যাচ মিসের মাশুল গুণে ম্যাচ হাতছাড়া করেছে।
টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান দল ইংল্যান্ড। বাংলাদেশের বর্তমান অবস্থান অষ্টম। ইংলিশদের অবশ্য ভয় করছে না টিম টাইগার্স। ম্যাচের আগেরদিন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানালেন, ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে দেয়া দলটির বিপক্ষে সাহস নিয়ে খেলবে দল।
‘অবশ্যই যেকোনো দলকে আমরা হারাতে পারি, এই বিশ্বাস নিয়ে এখানে এসেছি। আমরা বিশ্বাস করি, নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারি।’
আজ বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার আভাস পাওয়া যাচ্ছে। আগের ম্যাচে পেসার তাসকিন আহমেদকে বসিয়ে স্পিনার নাসুম আহমেদকে একাদশে নিয়েছিল বাংলাদেশ। নাসুম দুই উইকেট পেলেও আজ তাকে বসিয়ে তাসকিনকে একাদশে ডাকা হতে পারে। কারণ আবু ধাবির পিচে স্পিনারদের চেয়ে পেসাররাই বেশি সুবিধা পেয়ে থাকেন। এদিকে, খÐকালিন স্পিনে হাত ঘোরাতে প্রস্তুত আছেন আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ। অনেকদিন রানের মধ্যে না থাকা লিটন দাসকে আবারও সুযোগ দেওয়ার সম্ভবনাই বেশি। কারণ একাদশে থাকা বাকি ওপেনার সৌম্য সরকারের ফর্ম আরও বাজে। ইংলিশদের বিপক্ষে প্রথম লড়াই জিততে মুখিয়ে আছে টাইগাররা।