বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই

86

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অসা¤প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলো বাংলাদেশ। এখানে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সা¤প্রদায়িকতার জায়গা নেই। দীর্ঘ বছর ধরে সকল ধর্মের লোকজন সহাবস্থানে থেকে বসবাস করে আসছে। সকল ধর্মে মানব কল্যাণ ও নীতি-নৈতিকতার কথা বলা হয়েছে। ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়।
গতকাল শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর জেএমসেন হলের সামনে যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১০তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মহাশোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে জেএমসেন হলের সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য মহাশোভাযাত্রার উদ্বোধন করেন আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। শঙ্কর মঠ ও মিশন চট্টগ্রাম মহানগর উৎসব উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি বিশিষ্ট দানবীর অদুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় আশীর্বাদক ছিলেন আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট চন্দন তালুকদার, পটিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ ডা. তিমির বরণ চৌধুরী ও সিটি কর্পোরেশনের ২১ নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। স্বাগত বক্তব্য রাখেন মহাশোভাযাত্রা উপকমিটির আহবায়ক অজিত কুমার শীল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর কেশব কুমার চৌধুরী, শ্রীমতি অনিতা দত্ত, সুলাল চৌধুরী, সমীর পাল, ইঞ্জিনিয়ার সুবল চন্দ্র শীল, অজিত কুমার শীল, মুক্তিযোদ্ধা রঞ্জিত মল্লিক, ইঞ্জিনিয়ার অমল কান্তি চৌধুরী, সাংবাদিক রনজিত কুমার শীল, দিলীপ শীল, অধ্যাপক অঞ্জন কুমার দাশ, রনধীর ঘোষ রায়, বাসুদেব দাশ, কাজল পাল, মিন্টু পাল লিটু, লিটন শীল, আশীষ পাল, মিন্টু পাল, ইঞ্জিনিয়ার প্রদীপ শীল, সুজিত বরণ ধর, পলাশ রাহা, পলাশ সেন সাগর, নুপুর দাশ প্রবীর, লিটন পাল, প্রফেসর কেশব কুমার চৌধুরী, প্রকেীশলী অমল চৌধুরী, দিলীপ কুমার শীল, কাজল পাল, রনধীর ঘোষ রায়, প্রবীর দাশ নুপুর প্রমুখ। খবর বিজ্ঞপ্তির