বাংলাদেশের সাঁতারের লড়াই আজ

5

টোকিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিযোগী ছিলেন ছয় জন। ইতোমধ্যে তিন জন বিদায় নিয়েছেন। আজ শুক্রবার দুই সাঁতারু জুনাইনা আহমেদ ও আরিফুল ইসলামের ইভেন্ট রয়েছে। ১ আগস্ট ট্র্যাক এন্ড ফিল্ডে জহির রায়হান নামার মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের টোকিও অলিম্পিক অধ্যায়। আজ বাংলাদেশ সময় বিকেল ৪ টা ৮ মিনিটে ৫০ মিটার ফ্রি স্টাইলে চার নম্বর হিটে এক নম্বর লেনে নামবেন আরিফুল ইসলাম। আরিফের বিশ মিনিট পর একই ইভেন্টের জন্য পুলে নামবেন লন্ডন প্রবাসী নারী সাঁতারু জুনাইনা আহমেদ। তিনি তিন নম্বর হিটে এক নম্বর লেনে নামবেন। ছেলেদের হবে ১০ হিট আর মেয়েদের ১১ হিট। হিটের মধ্যে সেরা ১৬ টাইমিংধারী পরবর্তী পর্যায়ে খেলবেন। বাংলাদেশের দুই সাঁতারুর পরবর্তী পর্যায়ে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাদের দুই জনেরই লক্ষ্য নিজের সেরা টাইমিংকে অতিক্রম করা।