বাংলাদেশের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে পাশে থাকবে ভারত

6

জে এম সেন হলে মহাষষ্ঠীমাতৃ আহব্বানের মধ্য দিয়ে ৫ দিনব্যাপি বাসন্তী পূজায় বসন্ত উৎসব ও মিলনমেলার শুভ সূচনা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা তথা চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত গত বৃহস্পতিবার মহাষষ্ঠীমাতৃ আহব্বান উদ্বোধন অনুষ্ঠান সংগঠনের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে ও প্রবীরপালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। মহাষষ্ঠীমাতৃ আহব্বানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথান্দজী মহারাজ। প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক। বাংলাদেশের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে পাশে আছে ভারত। বিশেষ করে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামীর বিশ্বরানন্দ পুরীমহা রাজ, শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ, মুকুন্দ ভক্তিদাস ব্রহ্মচারী, জেলা পূজা পরিষদের প্রাক্তন সভাপতি অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ ও অ্যাড. চন্দন বিশ্বাস, পরিষদের সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত প্রমুখ।