বাংলাদেশের শান্তিনিকেতন ‘নুশিস’ : আবুল হাসান

63

হাজেরা তজু স্কুল এন্ড কলেজ এবং চিটাগাং কিন্ডারগার্টেন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিজ্ঞান ও বই মেলা-২০১৯ এ দ্বিতীয় দিন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গতকাল বুধবার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান। ‘শিশুরা স্বর্গীয়’ ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ এর প্রসঙ্গে এনে প্রফেসর মো. আবুল হাসান মত ব্যক্ত করেন ‘নুশিস’ এই স্বর্গ তৈরি করেছে। তিনি নুশিসকে বাংলাদেশের শান্তিনিকেতন হিসেবে আখ্যায়িত করেন। শুদ্ধভাবে বাংলাচর্চার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বইপড়ার চর্চা এবং জ্ঞান বিজ্ঞানের চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক কবি স্বপন দত্ত।
তিনি তার বক্তব্যে মনোমুগ্ধকর কবিতা আবৃত্তির মাধ্যমে তিনি দর্শকদের মোহিত করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজেরা তজু স্কুল এন্ড কলেজ ও চিটাগাং কিন্ডাগার্টেন এর উপদেষ্ঠা জাহাঙ্গীর আলম, হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও নুশিস সম্পাদক মো. দবির উদ্দীন খাঁন, চিটাগাং কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ ফাতেমা ইয়াসমিন, সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল মনছুর চৌধুরী, হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস-প্রিন্সিপ্যাল কুতুব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজেরা তজু স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও নুশিস সমন্বয়কারী সজল কুমার দত্ত। তিনি তার বক্তব্যে একটি প্রবাদের উপর আলোকপাত করেন। ‘কাকের চেষ্টা বক ধ্যান, স্বল্প নিদ্রা তথৈবচ, স্বল্পহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চ লক্ষণ’।
শিক্ষার্থীদের এই পাঁচটি গুণ থাকা বাঞ্চনীয় বলে তিনি মত ব্যক্ত করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সানোয়ারা ইসলাম বালক উচ্চবিদ্যালয় এবং হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক আবু বক্কর এবং শিক্ষিকা রেখা নাজনীন। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান। বিজ্ঞপ্তি