বাংলাদেশের যুবাদের হার ভারতের কাছে

21

ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রিয়ম গার্গের সেঞ্চুরির পরও লক্ষ্যটা নাগালে রাখতে পেরেছিলেন বোলাররা। রান তাড়ায় দলের শুরুটা বাজে হলেও দারুণ জুটিতে আশা বাঁচিয়ে রেখেছিলেন আকবর আলী ও শামিম হোসেন। তবে শেষরক্ষা করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হেরে গেছে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে। ২৬৪ রান তাড়ায় ২২৯ রানে গুটিয়ে বাংলাদেশ হেরেছে ৩৫ রানে। ইনিংসের শেষ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি স্পর্শ করা প্রিয়ম ৭ চার ও ৪ ছক্কায় ৯৭ বলে করেন ১০০ রান।
রান তাড়ায় শুরুতেই বোলারদের ওপর চড়াও হয়েছিলেন তানজিদ হাসান। ৭ চার ও এক ছক্কায় ৪৪ রান করা তানজিদকে বিদায় করে বাংলাদেশকে বিপদে ফেলে দেন বাঁহাতি স্পিনার শুভং হেগড়ে। ৭৯ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশ লড়াইয়ে ফেরে আকবর ও শামিমের ব্যাটে। ৭ চারে ৫৬ রান করে বাংলাদেশ অধিনায়ক আকবর বোল্ড হয়ে ফিরে যান রবি বিষ্ণুইয়ের বলে। শেষের দিকে পরাজয়ের ব্যবধান কমান মৃত্যুঞ্জয় চৌধুরী। তাকে বোল্ড করে ১৭ বল বাকি থাকতে বাংলাদেশকে গুটিয়ে দেওয়া পেসার কার্তিক তিয়াগি ৪ উইকেট নেন ১৬ রানে। হেগড়ে ৫৯ রানে নেন তিনটি। আগামী শনিবার গ্লুস্টারশায়ারে নিজেদের তৃতীয় ম্যাচে আবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পর দিন খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।