বাংলাদেশের টেস্ট ব্যাটিং কোচ হতে পারেন বাঙ্গার!

21

সবকিছু পরিকল্পনামতো হলে ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার দুই টেস্টের জন্য হতে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট ব্যাটিং পরামর্শক। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজে তাকে দেখা যেতে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) বাঙ্গারকে টেস্ট ব্যাটিং পরামর্শক করতে আগ্রহী। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘বাঙ্গারের সঙ্গে এ বিষয়ে আমরা কথা বলেছি। তবে কোনও কিছু এখনও চ‚ড়ান্ত নয়।’
এই পদের জন্য আরও অনেকের সঙ্গেই কথা হচ্ছে বলে জানিয়েছেন নিজামউদ্দিন, ‘এই পদের জন্য আরও অনেকের সঙ্গেই আলোচনা চলছে।’
বর্তমানে নিল ম্যাকেঞ্জি ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন। বিসিবি অবশ্য তাকে টেস্টেও এই দায়িত্বে রাখতে চেয়েছিল। কিন্তু সাবেক প্রোটিয়া ক্রিকেটার তিন সংস্করণে স্থায়ীভাবে কাজ করতে আগ্রহী নন।
দুই টেস্টের জন্য বলা হলেও শোনা যাচ্ছে বাঙ্গারের সঙ্গে ১১০ দিনের চুক্তি করতে পারে বিসিবি। যদি চুক্তি হয়েই যায়, সেটির মেয়াদ হতে পারে এই বছরের জুন থেকে আগামী বছরের ফেব্রæয়ারি পর্যন্ত। বাঙ্গার ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের ব্যাটিং কোচ ছিলেন।